করোনার থাবায় বিপর্যস্ত ঝিনাইদহ জেলা।

0
175

আব্দুল্লাহ বাশার,, বিশেষ প্রতিনিধি।। করোনার থাবায় বিপর্যস্ত ঝিনাইদহ জেলায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘন্টায় সবোর্চ্চ ১৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। ২৯৩ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১৭৯ জনের ফলাফল পজেটিভ এসেছে।আক্রান্তের হার ৬১ শতাংশ। এখন পর্যন্ত এটায় সর্বোচ্চ শনাক্তের হার।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া ও যশোর ল্যাব থেকে আসা করোনার পরীক্ষায় ১৭৯ জন নতুন আক্রান্ত হয়েছেন।

এরমধ্যে ঝিনাইদহ সদরে ৮২, শৈলকূপায় ২১, হরিণাকুণ্ডুতে ২৮, কালীগঞ্জে ৩১, কোটচাঁদপুরে ৮ ও মহেশপুরে ৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৬১ শতাংশ জেলায় মৃত্যু হয়েছে ২ জনের। মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৮৯০ জনে। ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৮০ জনে।