কোটচাঁদপুরে সরকার ঘোষিত ন্যায্য মূল্যে টি সি বি পণ্য বিক্রি

0
233

আব্দুল্লাহ বাশার,, বিশেষ প্রতিনিধি।। মহামারি করোনা পরিস্থিতি রোধে সরকার ঘোষিত ‘কঠোর লকডাউন’র মধ্যেও ঝিনাইদহের কোটচাঁদপুরে স্বল্পমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রয় করা হয়েছে।

শনিবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার পাশে অবস্থিত কাঁচাবাজার চত্বরে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করেন পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম।

লকডাউনে কর্মহীন ও আয় কমে যাওয়া মানুষজনই এসেছেন স্বল্পমূল্যে টিসিবির পণ্য ক্রয় করতে।
টিসিবির পণ্যের মধ্যে রয়েছে ১০০ টাকা দরে ১০০০ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ৪০০ মুশুরির ডাল ও ৫৫ টাকা দরে ৬০০ কেজি চিনি।




প্রত্যেক ক্রেতা দুই লিটার তেল, দুই কেজি করে ডাল ও চিনি কিনতে পেরেছেন। টিসিবির পণ্য ক্রয় করতে আসা ভ্যান চালক আঃ সাত্তার বলেন, বাজার দরের থেকে কম দামে পণ্য কিনতে পেরেছি।
এভাবে সারা বছর টিসিবির পণ্যের সরবরাহ থাকলে আমাদের মতো গরীব মানুষের অনেক উপকার হয়।

এসময় টিসিবির ডিলার জাহিদ হোসেন বলেন, আমরা খুলনা থেকে পণ্য উত্তোলন করে কোটচাঁদপুরে এনে লকডাউনে থাকা নিম্ম আয়ের সাধারণ মানুষের কাছে বিক্রি করছি।
তিনি আরও বলেন, লকডাউনের কারণে ক্রেতা অনেক বেড়ে গেছে। সরবরাহ বাড়ালে ক্রেতাদের চাহিদা মেটাতে পারবো।