কোটচাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

0
379

কোটচাঁদপুর থেকে আব্দুর রহমান:
নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জম্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা ।


সকাল সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধুর ম্যুড়ালিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের পর কলেজ সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে ১০২ তম জম্মদিন পালন করা হয়।

কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোটচাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম মইদুল ইসলাম।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ কখনও স্বাধীন হতো না। বাঙালীরা নিজেদের মাতৃভাষায় কথা বলার সুযোগ পেতেন না।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মারূফ আহমেদ,ইয়ার কমিটির সভাপতি মোঃ আলামিন।
এসময় আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের অন্যতম নেতা আক্তার,মন্ময়,নয়ন, মানিক, সাফিন, রাব্বি জীবন, এহসানসহ কলেজের সকল ছাত্রা-ছাত্রী।
আলোচনা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ও কেক কেটে বঙ্গবন্ধুর জম্মদিন পালন করা হয়।