গাজায় হামলার প্রতিবাদে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মানববন্ধন 

0
207
গাজায় হামলার প্রতিবাদে

কুলসুম কবীর উর্মি: ফিলিস্তিনি এবং ইসরায়েলি ইস্যুকে কেন্দ্র করে ২১ শে মে মানববন্ধন শুরু হয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। 
২০ শে মে জুমার নামাজ শেষে  ঐতিহ্যবাহী মুলফৎগঞ্জ মাদরাসার সামনে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন।


কয়েক’শ মুসল্লীর উপস্থিতিতে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মুলফৎগঞ্জ দারুস সালাম মসজিদের খতিব মাওলানা মাহমুদুর রহমান সালেহী সাহেবের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন নড়িয়া উপজেলার পৌর মেয়র আবুল কালাম আজাদ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।


মানববন্ধন থেকে উক্ত স্থানে বক্তারা ফিলিস্তিনি গনহত্যা বন্ধের জন্য আহবান জানান। এবং এ মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানান। 


অপরদিকে গত পরশু (১৯ শে মে) বাংলাদেশ ১০ হাজার হ্যাশট্যাগের রেকর্ড অর্জন করে। বিভিন্ন লেখক/লেখিকা, অভিনেতা/অভিনেত্রী সহ বাংলাদেশের সর্বস্তরের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে ফিলিস্তিনি হত্যাকাণ্ড। ১৯ শে মে যে হ্যাশট্যাগের রেকর্ড তৈরি সে রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড অর্জনের নিমিত্তে আহবান জানাচ্ছেন নেটিজেনরা। অন্যদিকে কেউ কেউ আবার আর্থিক সহায়তার বিষয়টিও তুলে ধরছেন।