তেঁতুলিয়ায় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

0
153

মোঃ ফিরোজ হোসেন, পঞ্চগড় জেলা প্রতিনিধি।। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ মোঃ সিদ্দিক (৫২) একজনকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ । এ সময় সাথে থাকা রেজিস্ট্রেশন বিহীন ১২৫ সিসি একটি মোটরসাইকেল জব্দ করা হয় । শনিবার (২০-আগস্ট) রাত আনুমানিক নয়টার সময় উপজেলার ২ নং তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর ঈদগা মাঠ সংলগ্ন কাঁচা তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয় । তেঁতুলিয়া মডেল থানা পুলিশের (এসআই) এ কে এম রাসেল এর নেতৃত্বে সঙ্গীও ফোর্স-সহ মাদক ব্যবসায়ী মোঃ সিদ্দিক’কে আটক করা হয়েছে ।তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এসআই একেএম রাসেল জানান, তেঁতুলিয়া থানাধীন তিরনইহাট বাজারে রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনাকালে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হাকিমপুর কাঁচা তিন রাস্তার মোড়ে মাদক বিক্রয় হচ্ছে । খবর পেয়ে বিষয়টি অফিসার্স ইনচার্জ মহোদয় কে অবহিত করি এবং তার নির্দেশেই সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হই । পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোঃ সিদ্দিক পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ তাকে আটক করা হয় । এবং তার শরীর তল্লাশি করে দুই বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয় । এ সময় সাথে থাকা টিভিএস কোম্পানির রেজিস্ট্রেশন বিহীন ১২৫ সিসি একটি পুরাতন মোটরসাইকেল জব্দ করা হয় । স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাদক ব্যবসায়ী সিদ্দিক সবার সামনে স্বীকারোক্তি দেন যে, বিক্রয়ের উদ্দেশ্যে ফেনসিডিলের বোতল তার নিজ পকেটে সে রেখেছে । এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম মিয়া জানান, সর্বসাধারণের নিরাপত্তার জন্য রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করা হয় । তারই ধারাবাহিকতায় পুলিশ তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট বাজারে রাত্রিকালীন দায়িত্ব পালন করছিল । মাদকের বিক্রয় হচ্ছে এমন খবর পেয়ে দায়িত্বরত কর্মকর্তা আমাকে অবহিত করেন । আমি তাৎক্ষণিক তাদেরকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করি । তারই পরিপ্রেক্ষিতে দুই বোতল ভারতীয় ফেনসিডিল সহ একজনকে আটক করা হয় । সাথে থাকা একটি ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । সকল আইনানুগ প্রক্রিয়া শেষে আসামীকে আজকে আদালতে প্রেরণ করা হয়েছে । পুলিশের এই কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন উপজেলার সাধারণ মানুষ । এই ধরনের কার্যক্রম চলমান রাখার দ্বাবী সুশীল সমাজের ।