দিনাজপুরে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি

0
214
দিনাজপুরে  সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির

স্বপন চন্দ্র রায়,জেলা প্রতিনিধি দিনাজপুর: সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালন কালে প্রথম আলো জ‍্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্থা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় প্রতিবাদে মানববন্ধন করছে পার্বতীপুরে প্রেসক্লাবসহ সকল সাংবাদিকবন্দ।

আজ বুধবার সকলা ১১টায় প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচির মাধ‍্যমে এ প্রতিবাদ জানানো হয়।

কর্মসূচিতে অভিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি করে।এছাড়া সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্থা করার ঘটনায় জড়িত ব‍্যক্তিদের বিরুদ্ধে আইনি ব‍্যবস্থা গ্রহণের জন‍্য ও পেশাগত দায়িত্ব পালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে সরকারের প্রতি আহব্বান জোর দাবি জানানো হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, একজন জ‍্যেষ্ঠ নারী সাংবাদিক কে যেভাবে হেনস্থা তার নজরবিহিন ও ন‍্যাক্কার জনক। প্রশাসনের দূনীতিবাজের মুখস উম্মোচন করে। রোজিনা ইসলাম যে হেনস্থার স্বীকার হয়েছেন তাতে তার তৈরি করা অনুসন্ধানী প্রতিবেদন গুলো যে সঠিক ছিলো তা প্রমানিত হয়েছে। সচিবালয়ের মতো একটা জায়গায় একজন সাংবাদিকের সাথে এমন আচরণে দেশের মানুষ উদ্বীগনো।
সামাজি যোগাযোগ মাধ‍্যমে সেই চিত্রটি ফুটে উঠেছে। রোজিনার মুক্তির দাবি শুধু সাংবাদিকদের দাবি নয়,গণ মানুষের দাবি হয়ে দাড়িয়েছে।