দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় পুতুল তৈরী করে ৫০০ নারী স্বাবলম্বী

0
281


মোঃ মোমিনুল ইসলাম দিনাজপুর সদর প্রতিনিধি :
দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলার বাসিন্দা মোয়াজ্জেম হোসেন মিজু পুতুল বানানোর কোম্পানির মালিক। তার কোম্পানির পুতুল দেশ পেরিয়ে আমেরিকা ও ইউরোপ মহাদেশেও রপ্তানি হচ্ছে। ১৫ বছর আগে মাত্র তিনজন শ্রমিক নিয়ে শুরু করেন কোম্পানি। বিদেশে চাহিদা বাড়ার সাথে সাথে শ্রমিকের সংখ্যাও বাড়িয়েছেন তিনি। বর্তমানে প্রায় ৫০০ নারী শ্রমিক কাজ করছেন তার কোম্পানিতে। এতে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় নারীরা।
চিরিরবন্দর উপজেলার দক্ষিণ আব্দুলপুর বানিয়াপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, নিতাই মেকারের স্ত্রী অনিতা রায় তার নিজ বাড়িতে গ্রামের নারী শ্রমিক দিয়ে পুতুল তৈরির কাজ করাচ্ছেন। শ্রমিকরা সারিবদ্ধ ও গোলাকার হয়ে আপন মনে কাজ করছেন। আবার অনেকেই নিজ বাড়িতে পুতুল তৈরির রুলসুতা আর তুলা নিয়ে পুতুল তৈরি করছেন। সংসার-সন্তান সামলিয়ে কাজ করেন তারা। অনিতা রায় কোম্পানির সুপার ভাইজার, আব্দুলপুরসহ পাশের গ্রামে পুতুল তৈরির দুইটি শাখা রয়েছে। এই শাখা দুটিতে স্থানীয় নারী শ্রমিকরা পুতুল তৈরির কাজ করেন চিরিরবন্দর উপজেলা হতে দিনাজপুর সদর প্রতিনিধির সর্বপ্রথম সংবাদ।