নওগাঁর মান্দায় দেশীয় মদসহ আটক ২

0
241

ভূপাল চন্দ্র রায়,স্টাফ রিপোর্টার, নওগাঁ। নওগাঁর মান্দায় দেশীয় ১০ জারকিন মদসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

সোমবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ গ্রামের ঋষিপাড়া থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন, ঋষিপাড়ার পরম চন্দ্রের ছেলে দুলু (২৭) ও বিনয় চন্দ্রের স্ত্রী রুপতি (২৪)।

স্থানীয়রা জানান, ঋষিপাড়ায় তারা দীর্ঘদিন থেকে দেশীয় মদের ব্যবসা করছিল। ইউনিয়ন পরিষদ থেকে একাধিকবার সতর্ক করা হলেও তারা কর্ণপাত করেননি।সোমবার সকাল ১০টায় স্থানীয় সমাজসেবী আব্দুস সোবহানের নেতৃত্বে গ্রাম পুলিশ ইয়াছিন আলী, আব্দুস সালাম, লোকমান আলী, সচেতন ব্যক্তি হোসেন আলী, আশরাফুল ইসলাম, একরামুল হক, আব্দুর রাজ্জাক, মাহাবুর ও ফজলুর রহমান বাবুলসহ ১২-১৫ জন ঋষিপাড়ায় যায়।এসময় মাটির নিচ থেকে ১০ জারকিন (প্রায় দুই মণ) দেশীয় মদসহ দুলু ও রুপতিকে আটক করে থানায় খবর দেয়।

ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, মাদক ছাড়তে একাধিকবার তাদের সতর্ক করা হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এলাকাবাসী দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।