বাশঁখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রে পাচঁজন শ্রমিকের মৃত্যুতে বাংলাদেশ বস্তু ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের তীব্র নিন্দা

0
426

বাশঁখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের উপর পুলিশের গুলিবর্ষন ও পাচঁজন শ্রমিকের মৃত্যুতে বাংলাদেশ বস্তু ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন – BTGWF তীব্র নিন্দা জানিয়েছেন , সেইসাথে নিহতদের ক্ষতিপূরন, আহতদের চিকিৎসা সহ বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের শাস্তি জোর দাবি জানিয়েছেন।

বাংলাদেশ বস্তু ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক, বিপ্লবী শ্রমিক নেতা মোঃখুশবু আহমেদ রানা , আজ এক বিবৃতিতে চট্রগ্রামে বাশঁখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতনের দাবীতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলিবর্ষণ,পাঁচজন শ্রমিকের মৃত্যু, ৫০জনের বেশী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা করেছেন।

পুলিশের গুলিবর্ষনে নিহত শ্রমিকদের আইএলও কনভেনশন -১২১ অনুযায়ী ক্ষতিপূরন আহতদের চিকিৎসা,গ্রেপ্তার হয়রানী বন্ধ এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের শাস্তি দাবী করে নেতৃবৃন্দ শ্রমিকদের পাওনা পরিষোধ ও ন্যায় সংগত মজুরী বৃদ্ধির দাবি জানিয়েছেন।