বিজিবি কর্তৃক ভারত হতে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে আটক ১৬

0
188

আব্দুল্লাহ বাশার,, বিশেষ প্রতিনিধি।।ঝিনাইদহের মহেশপুর থানার সলেমানপুর গ্রামের চারপুকুর মোড় পাকা রাস্তার উপর হতে বাংলাদেশী ১৬ জন (পুরুষ-৪, নারী-৫ এবং শিশু-৭) নাগরিককে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশ প্রবেশ করার অপরাধে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার সাংকিভাঙ্গা গ্রামের মোঃ সোহরাব গাজী এর ছেলে মোঃ রুহুল আমিন (৩৬), সাথে তার স্ত্রী মোছাঃ মরিয়ম বেগম (৩২), ছেলে মোঃ ইয়াসিন (১১), ধানসাগর গ্রামের মৃত আব্দুল ফজলুল হক এর মেয়ে মোছাঃ মাছুমা বেগম (৪৫), আব্দুল জলিল হাওলাদার এর ছেলে মোঃ সাদিক হাওলাদার (২৫), খুলনা জেলার বাটিয়াঘাটা থানার বাদুয়া গ্রামের লিয়াকত শেখ এর ছেলে মোঃ মাসুম (৩৫), সাথে তার স্ত্রী মোছাঃ জাহানারা বেগম (২৮), ছেলে মোঃ আরিফ শেখ (০৯), মোঃ হোসাইন (০১), মেয়ে হালিমা খাতুন (০৭), একই গ্রামের মোঃ গাউছ মোল্লা এর ছেলে মোঃ আল আমিন মোল্লা (৩৭), সাথে তার স্ত্রী মোছাঃ মারুফা বেগম (২৭), ছেলে মোঃ নাসিম মোল্লা (০২), বালিয়াডাংঙ্গা গ্রামের নুর আলী শেখ এর স্ত্রী মোছাঃ আঞ্জুয়ারা বেগম (৩৫) এবং সাথে তার মেয়ে মিম্মা খাতুন (১১)।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।