ভবন সংকট থাকায় মন্দিরে ক্লাস করছে বানিয়াটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

0
230

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বানিয়াটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষ সংকট থাকায় ও বর্তমান স্কুল ভবনটি ঝুকিপুর্ন হওয়ায় মন্দিরে ক্লাস করছে শিক্ষার্থীরা। ২ অক্টোবর (শনিবার) সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের শিক্ষার্থীদের স্কুলটির পিছনে অবস্থিত মন্দিরে বসিয়ে ক্লাস নিচ্ছে শিক্ষকরা। স্কুলের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র রায় এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বছরের পর বছর থেকে ভবন সংকট চলছে। তিনি আরো বলেন, বর্তমান ভবনটিও ঝুকিপুর্ন অবস্থায় আছে ভবনটির দেয়ালে ও ছাদে ফাটল ধরেছে, অনেক সময় ছাদের প্লাস্টার ধসে শিক্ষক-শিক্ষর্থীদের মাথায় পরে।

তাই ভয়ে শিক্ষার্থীরা ক্লাসে বসতে চায় না বাধ্য হয়ে পাশের মন্দিরে তাদের ক্লাস নিতে হচ্ছে। দ্রুত এ সমস্যা সমাধানের জন্য নতুন ভবনের প্রয়োজন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে অনেকবার অবহিত করলে এখন পর্যন্ত ভবনটি সংস্কার কিংবা নতুন ভবন কোনটিয়ে হলো না তিনি দ্রুত নতুন ভবন তৈরীর দাবী জানান। পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী চন্দনা রানীকে মন্দিরে ক্লাস করার কারন জানতে চাইলে সে বলে, ক্লাসে বসলে ছাদের সিমেন্ট খুলে আমাদের মাথায় পরে সেই ভয়ে আমরা ক্লাসে বসতে পারিনা। স্কুলটির প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষারর্থীর বাবা রাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য চিত্তরঞ্জন রায় বলেন, ১৯৯১ সালে এই স্কুলটির প্রতিষ্ঠার পর গত ৯৫/৯৬ অর্থ বছরে ভবনটি তৈরি হয়। শ্রেনী কক্ষের তুলনায় শিক্ষার্থী অনেক বেশি হওয়ার কারনে দ্রুত নতুন ভবনের প্রয়োজন। বর্তমান ভবনটিও জরাজীর্ণ হয়ে আছে এমনকি ভবনটি বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে, প্লাস্টার ধসে ধসে শিক্ষক সহ শিক্ষার্থীদের গায়ে পরতেছে। এজন্য অনেক অভিভাবক বাচ্চাদের স্কুলে পাটাতে চান না। বাধ্য হয়ে স্কুলের পাটদান মন্দিরে চলছে।