মেহেন্দিগঞ্জে ইউএনওর নেতৃত্বে অভিযান ৫ হাজার মিটার কারেন্ট জাল

0
241


মেহেন্দিগঞ্জের পাতারহাট স্টিমারঘাট এলাকা হতে প্রায় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন মাসুদ’র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন। এসময় জাঙ্গালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাবুল রাঢ়ীর ছেলে মোঃ রাসেল রাঢ়ীকে কারেন্ট জাল বহন করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তার সাথে থাকা আনুমানিক ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা। পরে ওই জাল পুড়িয়ে ফেলা হয়েছে।



রাসেল জানান এই জাল পাতারহাট থেকে নিজ এলাকা জাঙ্গালিয়া নিয়ে যাচ্ছিলেন। স্পিডবোড যোগে জাল নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার’র নেতৃত্বে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ এস আই সিদ্দিকুর রহমান ও এস আই মোঃ হাসান অভিযান চালান। পুলিশ ও মৎস্য অফিস সুত্রে জানা যায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে রাসেলকে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রিয় দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।