মেহেন্দিগঞ্জে চাচার অত্যাচারে অতিষ্ট ভাতিজারা

0
322


ফয়সাল হাওলাদার: মেহেন্দিগঞ্জে চাচার ধারাবাহিক অত্যাচার আর নির্যাতনে অতিষ্ট ভাতিজারা। চাচা আক্তার দেওয়ান’র একের পর এক হামলা এবং বাড়ি ছাড়া করার হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছেন ভাতিজা মাজাহারুল ইসলাম টুকুর পরিবার। অত্যাচারী চাচার হাত থেকে বাঁচতে সমাজের কর্তা ব্যক্তিদের কাছে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার না পাওয়ার আক্ষেপ করেছেন ভাতিজারা। ঘটনাটি ঘটেছে মেহেন্দিগঞ্জ উপজেলার ১২ নং দরিচর খাজুরিয়া ইউনিয়নে। অসহায় ভাতিজারা হলেন, বীর মুক্তিযুদ্ধা মৃত জাকির হোসেন’র সন্তান। তার পরিবারের উপর হামলার ঘটনায় এলাকাবাসী নিন্দা জানান।

হামলার কারণ হিসাবে জানা যায়, ভাতিজাদের সম্পত্তি থেকে বঞ্চিত করার অপকৌশল। সর্বশেষ গত ১০-০৮-২০২১ইং অভিযুক্ত আক্তার দেওয়ান ও তার ছেলে মেয়েরা দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে। বীর মুক্তিযোদ্ধা পরিবার এই ঘটনায় দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা রাঢ়ীর কাছে লিখিত অভিযোগ করেন। সংশ্লিষ্ট চেয়ারম্যান বলেন, আমি অভিযোগ পেয়েছি কিন্তু আমার ডাকে সাড়া দেয়নি অভিযুক্তরা। চেয়ারম্যান’র কাছে প্রতিকার না পেরে দ্বারস্থ হয় মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন মাসুদ’র। তার কাছেও লিখিত অভিযোগ করেন। পরে ইউএনও থানায় ব্যবস্থা নেওয়ার জন্য প্রেরন করেন। বীর মুক্তিযোদ্ধা পরিবার প্রশাসনের প্রতি দাবী জানিয়েছে যাতে তারা তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার পায়। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন মাসুদ বলেন, এ ব্যাপারে আমি অবগত আছি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযুক্ত আক্তার দেওয়ানের মুঠোফোনে একাধিক কল দিলেও সে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া যায়নি।