রামগড়ে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আদেশ হাইকোর্টের নির্দেশে।

0
387

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ পার্বত্য জেলার খাগড়াছড়ির রামগড় উপজেলায় মহামান্য হাইকোর্টের নির্দেশে অবৈধ ও লাইসেন্সবিহীন ৯টি ইটভাটা বন্ধের অভিযান পরিচালনায় করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃইখতিয়ার উদ্দীন আরাফাত। আজ (১২ই ফেব্রুয়ারি)সকাল ১১ঘটিকায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃইখতিয়ার উদ্দীন আরাফাত অভিযানকালে প্রত্যেকটি ইটভাটায় গিয়ে মালিকপক্ষকে ইট বানানো, জ্বালানি পোড়ানো, শ্রমিক কাজ বন্ধের নির্দেশ করেন ও ইটভাটায় লালপতাকা,সাইনবোর্ড স্থাপন ও হাইকোর্টের নির্দেশ মেনে চলার আহ্বান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, রামগড় উপজেলার এসিল্যান্ড উম্মে হাবিবা মজুমদার, রামগড় থানার ওসি(তদন্ত) রাজিব কর,এসআই মোঃতারেক, পুলিশ, আনসার ও সাংবাদিকবৃন্দ।