হাসপাতালে মৃত্যু শয্যায় লড়ছেন ত্যাগী আওয়ামী নেতা হিলারিং খোঁজ নেয়নি স্থানীয় নেতারা।

0
217

মোঃ খালেদুর রহমান ঝিনাইদহ জেলা প্রতিনিধি: কে এ এম হিলারিং এর রাজনৈতিক পরিচয় ঝিনাইদহ জেলা পরিষদ সদস্য, সহ-সভাপতি আওয়ামী মটর শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি, আহাবায়ক বাংলাদেশ অনলাইন আওয়ামী টীম বোট ঝিনাইদহ জেলা,সভাপতি ঘাতক দালাল নিরমুল কমিটি কোটচাঁদপুর থানা শাখা,সদস্য বাংলাদেশ আওয়ামিলীগ কুশনা ইউনিয়ন শাখা।

গত ৯ মে সোমবার রাষ্ট্রীয় কাজে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী সাধারন জনগনের মধ্যে পৌঁছে দেবার জন্য মোটরসাইকেলযোগে ঢাকা থেকে রওনা দেয়,কিন্তু দুর্ভাগ্যবশত কুষ্টিয়া বটতল নামক স্থানে ট্রাকে তাকে চাপা দেয়, চাপা দেওয়ার পরে এলাকাবাসী উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। পা ভেঙে চারখন্ড হয়ে পড়ে থাকে হাসপাতালে, এরই মাঝে চলমান করোনা-ভাইরাস এর রিপোর্ট করলে সেখানে পজেটিভ আসেন,পরে ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু কনক কান্তি দাস কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। গত ২৫শে মে করোনা ২য় টেস্টে আল্লাহর অশেষ রহমতে নেগেটিভ আসেন। পরে ঝিনাইদহ থেকে যশোর ইবনে সিনা হাসপাতালে পায়ের চিকিৎসার জন্য ভর্তি হন। প্রথম আপারেশন সম্পুর্ন হয়েছেন, আরো দুইটা অপারেশন করতে হবে ! মৃত্যু শর্ষায় শুয়েও তিনি আওয়ামীলীগ এর প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। যে ব্যক্তি নিজের চিন্তা ও পরিবারের চিন্তা না করেই দলের পিছনে নিজেকে বিলিয়ে দিয়েছেন। দলের স্বার্থে অনেকবার তাকে জেল ও খাটতে হয়েছেন। সর্বশেষে এখন আছেন হাসপাতালে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার ঘোষণা দিচ্ছেন দলের ত্যাগীদের খোঁজ খবর রাখতে। কিন্তু কে রাখে কার খোঁজ! সব চাইতে দুঃখের বিষয় আজও কোটচাঁদপুর -মহেশপুর তিন আসনের বর্তমান এমপি ও সাবেক এমপি,কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠন গুলো কোন খোঁজ নেওয়া এবং দেখতে যাওয়ার সময় হলো না।