হিজলার ধুলখোলার ভোটকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন ইউএনও

0
301

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে ১৮ নভেম্বর সকাল থেকে বেশ কয়েকটি স্কুল এবং মাদ্রাসা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ এবং সহকারী কমিশনার রবিউল ইসলাম। শতবর্ষী হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়, আলীগঞ্জ ইসলামি আলিম মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।


এসময় ইউএনও মাদ্রাসা এবং বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এবং সবাইকে মনোযোগ সহকারে পড়াশোনা করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। পরিদর্শনকালে ইউএনও বকুল চন্দ্র কবিরাজ এবং সহকারী কমিশনার রবিউল ইসলাম এর সাথে ছিলেন, হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, আলীগঞ্জ ইসলামি আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল রুহুল আমিন কামাল, আলীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল বাতেন মিয়া, ইউপি সদস্য তসলিম মাঝি প্রমুখ। ইউএনও আলীগঞ্জ ইসলামি আলিম মাদ্রাসার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং শ্রেণি কক্ষ পরিদর্শনকালে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানের প্রশ্ন করেন এবং সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করেন। এ সময় মাদ্রাসার বিভিন্ন সমস্যাবলী তুলে ধরেন ওই মাদ্রাসার প্রিন্সিপাল রুহুল আমিন কামাল এবং স্থানীয় মেম্বার তসলিম মাঝি। মাদ্রাসার পূর্বের প্রিন্সিপাল আবদুল গাফফার আনসারী দীর্ঘ কয়েক বছর চাকুরী করলেও তেমন কোন উন্নয়ন করেননি এমনকি অনিয়ম-দুর্ণীতি করেছেন মর্মে অভিযোগ তোলা হয়।