৮টি ড্রেজার মেশিনের সাহায্যে নদী থেকে অবৈধভাবে বালু উত্তলন

0
239

মো:রোমান আকন্দ, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা।গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ও গিদারী ইউনিয়নে চলছে জমজমাট পূর্ণ ভাবে অবৈধভাবে বালু উত্তোলনের উৎসব। ঘাগোয়া ইউনিয়নের তালতলা বাজার থেকে শুরু করে গিদারী ইউনিয়নের কাউন্সিল বাজারের মাঝামাঝি ৩-৪ কিলোমিটার রাস্তার ধারে ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তলন করছে কিছু স্থানীয় প্রভাবশালী বালু দস্যু। যার ফলে হুমকির মুখে পরছে নদী রক্ষা নতুন বেড়িবাঁধ।

ঘটনা সুত্রে জানা যায় , স্থানীয় কিছু প্রভাবশালী কুচক্র কমিটি গঠন এর মাধ্যমে নদী থেকে বালু উত্তলন করে হাতিয়ে নিচ্ছে নগদ অবৈধ অর্থ।এতে করে তারা আর্থিক দিক দিয়ে লাভবান হচ্ছে। কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্শ্ববর্তী নদী। পার্শ্ববর্তী নদীর তীরে নদীর কিনারা দিয়ে তৈরি করা হয়েছে নদীরক্ষা বেরিবাধ। যার কাজ এখন পর্যন্ত পরিপূর্ণ ভাবে শেষ হয়নি। বালু দস্যুরা নিজেদের উদ্দেশ্যকে হাসিল করার জন্য নতুন বেরিবাধকে ঠেলে দিচ্ছে হুমকির মুখে।

এদিকে স্থানীয় কিছু লোকজনের মাথায় বিষয়টি খেললেও এখন পর্যন্ত নজরে আসেনি প্রশাসনের দৃষ্টিকোনে।


তাই নদী রক্ষা বেড়িবাঁধ রক্ষার্থে ও জনগনের মঙ্গলার্থে গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।