
ঝালকাঠিতে পরকীয়ার জের ধরে স্বামী আরিফুর রহমান হত্যা করেছে স্ত্রী লামিয়া আক্তারকে।
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের তেতুল বাড়িয়া গ্রামের নিবাসী মোঃখলিল জেম্মাদার এর মেয়ে লামিয়া আক্তার (আঁখি) কে পাষণ্ড স্বামী মোঃ আরিফুর রহমান পৈশ্বাচিক অত্যাচার করে নিহত করেছেন। পুলিশ ময়না তদন্তের জন্য লামিয়া আক্তার (আঁখি) কে হাসপাতালে পাঠিয়েছে
এলাকাবাসী ও মেয়ের পরিবার এই পাষণ্ড হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।