পুলিশ সুপারের বিদায় সংবর্ধণা

0
300

পাঁচবিবি প্রতিনিধিঃ(জয়পুরহাট) : গত ১৩/০৮/২০২২ইং তারিখে, সফলতার সহিত দ্বায়িত্ব পালন শেষে সরকারি আদেশে বদলীজনিত কারনে জয়পুরহাট জেলার জনবান্ধন পুলিশ সুপার মোঃ মাছুম আহাম্মদ ভুইয়াকে ফুলের শুভেচ্ছায় বিদায় সংবর্ধণা দেয় পাঁচবিবি থানা পুলিশ। শনিবার বিকালে থানা চত্বরে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন থানা পুলিশ। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেবের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ সুপার মহদোয়।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম (প্রশাসন ও অপরাধ), পাঁচবিবির সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) মোঃ ইশতিয়াক আলম, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, নবনির্বাচিত মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ জিহাদ মন্ডল, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা, উপজেলা পুলিশিং কমিটির আহবায়ক মহির উদ্দিন মন্ডল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিছির আলী মন্ডল, বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও এলাকার সুধীজনেরা।