র‌্যাব-৬’র অভিযানে কোটচাঁদপুর থেকে ফেন্সিডিলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

0
202

আব্দুল্লাহ বাশার,, বিশেষ প্রতিনিধি।। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের করছে সংবাদে ১৫ জুন মঙ্গলবার ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের (কাগমারী গামী তিন রাস্তার মোড়) জনৈক শুকুর আলী চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর সাইফুল ইসলাম (৪৭), পিতা- মোঃ জরু তালুকদার, সাং-বাগাডাঙ্গা, থানা-মহেষপুর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামী থেকে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করে। আসামীকে জিজ্ঞাসাবাদ এবং গোয়ান্দা তথ্যের মাধ্যমে আরও জানা যায় গ্রেফতারকৃত সাইফুল ইসলাম কুখ্যাত একজন মানব পাচারকারী। সে দীর্ঘদিন যাবৎ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে মানব পাচার করে আসছে। তার বিরুদ্ধে মহেশপুর থানায় ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশ আইনে ৩ টি মামলা রয়েছে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে।