দিনাজপুরে নারী বাইকারদের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

0
342


মোঃ মিষ্টার ইসলাম দিনাজপুর সদর প্রতিনিধি :জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে দিনাজপুরে নারী বাইকারদের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দিবসটি উদযাপন উপলক্ষে ওমেন্স বাইকারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে র‌্যালিটি বের করা হয়। এদিন সকাল ১০টায় র‌্যালির উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান।
দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে র‌্যালিটি দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‌্যালির নেতৃত্ব দেন দিনাজপুরে ওমেন্স বাইকারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েনের সভাপতি লায়লা আরজুমান্দ বানু ও সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানু।
এসময় ওমেন্স বাইকারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েনের সহ-সভাপতি সেতারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলি আক্তার পিংকি, কোষাধ্যক্ষ বিলকিছ আরা, প্রচার সম্পাদক মাহমুদা আক্তার বনানী, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ওমেন্স বাইকারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যেকোন দুর্যোগে জনগণের পাশে থাকে সংগঠনটি। শীতকালে শীতবস্ত্র বিতরণ, অসহায়দের মাঝে খাবার বিতরণ, করোনার দুর্যোগে সবসময় মানুষের পাশে থেকে সহযোগিতা করছে। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, ত্রাণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে।
ওমেন্স বাইকারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে নারীদের স্কুটি প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বীসহ নানা কর্মকাণ্ড পরিচালনা করছে।